সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৬:১৬:১৭

মুসলিমদের তালিকা চায় না মার্কিন কোম্পানিগুলো

মুসলিমদের তালিকা চায় না মার্কিন কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকারের অধীনে মুসলমানদের নিবন্ধন করার এক প্রস্তাবে অংশ নিতে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো অস্বীকৃতি জানিয়েছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প মুসলমানদের লক্ষ্য করে একটি ধর্ম-ভিত্তিক নিবন্ধনের সম্ভাবনার কথা বলেছিলেন। খবর বিবিসির।

ব্রিটেনের দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকা খবর দিচ্ছে, যদিও ট্রাম্প পরে মুসলিম রেজিস্টার তৈরির কথা অস্বীকার করেন, কিন্তু তার মন্ত্রিসভার একজন সম্ভাব্য সদস্যের ছবি বেরিয়েছে যেখানে তাকে মুসলমানদের সম্পর্কে 'গভীরভাবে খোঁজখবর' করা এবং তাদের অধিকতর জিজ্ঞাসাবাদেরর মুখোমুখি করার একটি পরিকল্পনা বহন করতে দেখা গেছে।

বড় বড় মার্কিন কোম্পানির হাজার হাজার কর্মী ধর্ম-ভিত্তিক তালিকা তৈরিতে অংশ নিতে আগেই অস্বীকৃতি জানিয়েছে বলে ইন্ডিপেনডেন্ট বলছে।

সম্প্রতি নিউ ইয়র্কে ট্রাম্পের সাথে মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার এক বৈঠকের পর এই সংস্থার একজন মুখপাত্র বলেন, তারা মুসলিম আমেরিকানদের তালিকাভুক্ত করার ঘোর বিরোধী। মাইক্রোসফটের পাশাপাশি আইবিএম, অ্যাপল, গুগুল, উবার এবং ফেসবুকও একই কথা বলছে।

১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে