মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৮:৫১

শেষ হলো ইলেক্টোরাল ভোট, জয় পেলেন কে? হিলারি না ট্রাম্প

শেষ হলো ইলেক্টোরাল ভোট, জয় পেলেন কে? হিলারি না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আসছে বছরের ৬ জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব বুঝে নেবেন ২০ জানুয়ারি। এর মধ্যে শেষ হয়ে গেল ইলেক্টোরাল কলেজের ভোটও।

সোমবার ২৭০টি ইলেক্টোরাল ভোট পেয়ে ট্রাম্প নিশ্চিত করলেন, তিনিই হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, ইলেক্টোরাল কলেজ তেমন ভোট না পেয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার আশা ছেড়ে দিতে হয়েছে হিলারিকে।

নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প টুইটারবার্তায় জানান, আমাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য আমেরিকানদের ধন্যবাদ জানাচ্ছি। দেশে ঐক্য প্রতিষ্ঠার জন্য কঠোর পরিশ্রম করবো এবং সব আমেরিকানদের প্রেসিডেন্ট হবো।

আমেরিকার নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোট যদিও একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু হ্যাকিং এর অভিযোগ ওঠায় এবারের ইলেক্টোরাল কলেজ ভোটকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিলো। ট্রাম্পকে সমর্থন না দেয়ার জন্য ইলেক্টোরদের কাছে হাজারো ইমেইল ও ফোনকল এসেছিলো বলে জানা যায়।
২০ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে