আন্তর্জাতিক ডেস্ক: এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইকুয়েডরের প্রশান্ত মহাসাগীয় উপকূল।এতে তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
এতে সমুদ্র উপকূলীয় বিভিন্ন শহরে হোটেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। দেশটির কর্মকর্তরা একথা জানান।
প্রথম দফার ভূমিকম্পের পর এ অঞ্চলে দফায় দফায় আরো ৩৭ বার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইস্মারাদাস প্রদেশে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসজিআর জানায়, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়। এতে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৭শ’ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যায়।
ভূমিকম্পের ঘটনার পর প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ইস্মারালদাস পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ইকুয়েডরের বেতার কেন্দ্রের খবরে বলা হয়, ভূমিকম্পের ফলে উপকূলীয় আতাকামেস ও তনসুপা শহরের অনেক হোটেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।
জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। অবশ্য প্রথমে তারা এর মাত্রা ৫.৮ ছিল বলে জানিয়েছিল।
২০ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস