বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০২:০৫:২২

বেলুচিস্তানে আবুধাবির যুবরাজের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা

বেলুচিস্তানে আবুধাবির যুবরাজের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একদল বন্দুকধারী আবুধাবির যুবরাজ শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বাধীন শিকারী দলের উপর হামলা চালিয়েছে।

সোমবার বেলুচিস্তানের পাঞ্জগুরের গিচক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের গুলিতে শিকারী দলের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় তহশীলদার জানিয়েছেন, হামলার পরপর সীমান্ত পুলিশ এবং অন্য নিরাপত্তা কর্মীরা পাল্টা হামলা চালিয়ে সশস্ত্র হামলাকারীদের পালিয়ে যেতে বাধ্য করেন।

পরে নিরাপত্তা কর্মীরা শিকারী দলকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাদের শিবিরে ফিরিয়ে নিয়ে যান।

নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের একজন মুখপাত্র হামলার দায় স্বীকারের কথা জানিয়েছেন।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে