আন্তর্জাতিক ডেস্ক : এবারে ভারতের তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতেও আয়কর হানা। এদিন সকাল থেকেই তামিলনাড়ুর মুখ্যসচিব রাম মোহন রাওয়ের বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর কর্তারা। একই সঙ্গে ওই শীর্ষ আমলার ছেলে, আত্মীয়ের বাড়ি-সহ মোট ১৩টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে।
কয়েকদিন আগেই চেন্নাই এবং ভেলোরে বালি খাদানের ব্যবসায়ী জে শেখর রেড্ডি এবং তাঁর ভাই শ্রীনিবাসাসালুর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। সেখান থেকেই নতুন এবং বাতিল নোটে ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার হয়। সেই তল্লাশির সূত্র ধরেই এদিন তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এমনই দাবি করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যসচিবর বাড়িতে এই আয়কর হানার তীব্র সমালোচনা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর অভিযোগ, এর আগে দিল্লির মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা হয়েছিল। প্রতিহিংসাপরায়ণ হয়েই এই ধরনের অনৈতিক অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর আরও অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একধাপ এগিয়ে মমতার পাল্টা দাবি, বিজেপি সভাপতি অমিত শাহ-সহ যারা টাকা নিচ্ছে, তাদের বাড়িতে কেন আয়কর হানা চালানো হচ্ছে না? কেন এই ধরনের অভিযান চালানোর আগে রাজ্য সরকারকে জানানো হবে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর মতে, নির্দিষ্ট অভিযোগ থাকলে এই ধরনের অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। -এবেলা।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম