আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দুর্নীতিগ্রস্তদের ‘উকিল’ বলে কটাক্ষ করলো বিজেপি৷ নোট বাতিল ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে আক্রমণ করার পরই পাল্টা কটাক্ষ ধেয়ে এলো মমতার দিকে৷
বুধবার বিজেপি নেতা শ্রীকান্ত শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে চ্যাম্পিয়ন মমতা৷ দুর্নীতিগ্রস্তদের উকিল হয়ে উঠেছেন তিনি৷ কালো টাকা মুক্ত বাংলা গড়তে মানুষ তাকে ভোট দিয়েছেন৷ কিন্তু এখন সেই কালো টাকার মালিকদেরই বাঁচাচ্ছেন মমতা৷’
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে সিবিআই হানার তীব্র নিন্দা করেন মমতা৷ মমতা টুইটে লেখেন, ‘এর আগে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যসচিবের বাড়িতে সিবিআই পাঠিয়ে তল্লাশি চালানো হয়েছিল৷ এখন তামিলনাড়ুতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল৷’
নোট বাতিলের বিরোধিতা করাতেই বিজেপি-বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ করেছেন মমতা৷ তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জীকে সিবিআই তিনবার ফোন করেছেন বলেও বিস্ফোরক মুখ্যমন্ত্রী৷ নোট বাতিলের বিরোধিতা করেছেন বলেই তার দলীয় সাংসদদের নিশানা করছেন মোদি, এমনই দাবী মমতার৷
২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস