বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩২:০৮

তুরস্কে রুশ রাষ্ট্রদূত খুন : আঙ্কারায় মার্কিন দূতাবাস বন্ধ

তুরস্কে রুশ রাষ্ট্রদূত খুন : আঙ্কারায় মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা এবং এর পরপরই তুরস্কের রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসের প্রধান ফটকের বাইরে গুলি বর্ষণের ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে মঙ্গলবার আঙ্কারাস্থ মার্কিন দূতাবাস এবং ইস্ততাম্বুল ও আদানায় মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়া হয়েছে।

একই সঙ্গে সে দেশে বসবাসরত মার্কিন নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আমেরিকা। তারা যাতে ওই এলাকায় না যায় সেজন্যেও পরামর্শ দেয়া হয়েছে। ঘটনাস্থল অর্থাৎ আর্ট গ্যালারি থেকে প্রায় আড়াই মাইল দূরে মার্কিন দূতাবাস অবস্থিত। সেখানে রীতিমত ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

মার্কিন দূতাবাসের এক বিৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব মার্কিন নাগরিককে দূতাবাস চত্বরের কাছাকাছি এলাকা এড়িয়ে চলা উচিত। এ ছাড়া, বার্তায় মার্কিন নাগরিকদের দক্ষিণপূর্ব তুরস্ক সফর এড়িয়ে চলার পরামর্শের পাশাপাশি গোটা তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা নিতে বলা হয়েছে।

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে