আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া পরিস্থিতি সামাল দিতে ও যুদ্ধে ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির প্রথমসারির একটি টিভি চ্যানেলের জনপ্রিয় 'সিঙ্টি মিনিটস' অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রবিবার প্রচারিত ওই অনুষ্ঠানে সাংবাদিক স্টিভ ক্রফট তার সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে সিরিয়া প্রসঙ্গ ছাড়াও নিজ দলের হয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যাপারেও কথা বলেন ওবামা।
ওবামা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারকে পতনের হাত থেকে রক্ষার চেষ্টা করছেন। তবে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানকে তিনি চ্যালেঞ্জ মনে করেন না। তবে বাশারকে বিশ্বের জন্য হুমকি ও সমস্যা বলে উল্লেখ করেন ওবামা। জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের ৫০ কোটি ডলারের শ্রম ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়ার অভ্যন্তরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে পাঁচ হাজার স্থানীয় যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন। মার্কিন নেতৃত্বকে চ্যালেঞ্জ করে রুশ প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করছেন এমন প্রশ্নের জবাবে এ ধারণা ঠিক নয় বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সিরিয়ায় আক্রমণে রাশিয়ার কোনো মিত্র দেশ নেই। নিজের অর্থ ব্যবহার করে একমাত্র মিত্র দেশে সেনা পাঠানোকে নেতৃত্ব বলা যায় না। আসাদ সরকারের পতন বাঁচাতে পুতিন এ হামলা চালাচ্ছেন বলে মন্তব্য করেন ওবামা। সাক্ষাৎকারে তার প্রথম মেয়াদে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ই-মেইল আদান প্রদান ভুল ছিল বলে মন্তব্য করেছেন। তার বক্তব্য, এ কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনো হুমকির মুখে পড়েনি।
ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ই- মেইল ব্যবহার করা নিয়ে গত তিন মাস ধরে তোপের মুখে রয়েছেন হিলারি। এদিকে ওবামা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের সম্ভাব্য আলোচিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন, তিনি জনগণের হতাশাকে উসকে দিয়ে প্রচার চালাচ্ছেন।
তিনি মন্তব্য করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্যতম সেরা ভাইস প্রেসিডেন্ট বলে তিনি মনে করেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রার্থী হচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, এ ব্যাপারে জো বাইডেনই সিদ্ধান্ত নেবেন।
১৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস