মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০২:২৩:৫৯

মুত্তাহিদা কওমি মুভমেন্টের শীর্ষ নেতার ৮১ বছরের কারাদণ্ড

মুত্তাহিদা কওমি মুভমেন্টের শীর্ষ নেতার ৮১ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) শীর্ষ নেতা আলতাফ হুসেইনকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি আদালত ৮১ বছরের কারাদণ্ড দিয়েছে। ষড়যন্ত্র, সহিংসতায় উস্কানি এবং দেশ ও সেনাবাহিনীবিরোধী বক্তব্য দেয়ার অপরাধে মঙ্গলবার গিলগিত বালিস্তানের সন্ত্রাসবিরোধী ওই আদালতের বিচারক রাজা শাহবাজ খান এ আদেশ দেন। আলতাফের বিরুদ্ধে এ রায় দেয়। খবর জিও টিভি।

এদিকে ভারতের এনডিটিভি জানিয়েছে, গিলগিতের বাসিন্দা মীর বাজ খানের দায়ের করা এ মামলায় কারাদণ্ডের পাশাপাশি আলতাফ হুসেইনকে ২৪ লাখ রুপি জরিমানা ও তার সব সম্পত্তি জব্দ করারও নির্দেশ দেয়া হয়েছে।

৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের বিরুদ্ধে একই অভিযোগে পাকিস্তানের বিভিন্ন শহরে এক ডজনের উপর মামলা হয়েছে।

সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট আলতাফের ছবি, বিবৃতি, বক্তব্য ও কার্যক্রম প্রচারে টেলিভিশন ও সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে।এমকিউএম এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে