আন্তর্জাতিক ডেস্ক: ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রীয় সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
গত জুলাই মাসে নিরাপত্তা কাউন্সিলের পাঁচ দেশ ও জার্মানির সঙ্গে নিজেদের পরমাণু সক্ষমতা কমানোর বিষয়ে মতৈক্যে পৌছায় ইরান। এই চুক্তির বিনিময়ে দেশটির উপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইরানের জাতীয় সংবাদ সংস্থা জানায়, পার্লামেন্টে এই প্রস্তাব ১৩৯ ভোট পেয়েছে এর বিপক্ষে পড়েছে ১০০ ভোট। ১২ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ইরানের পরমাণু সক্ষমতা সম্পর্কে পশ্চিমা বিশ্বের সন্দেহ থাকলেও দেশটি বরাবরই দাবি করে এসেছেন তাদের উদ্দেশ্য পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। বিবিসি ও আইআরএনএ।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ