রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:২৪:৪৪

২১ দিন নিখোঁজ হওয়ার হওয়ার পর মিলল দেহ!

২১ দিন নিখোঁজ হওয়ার  হওয়ার পর মিলল দেহ!

আন্তর্জাতিক ডেস্ক; প্রায় একুশ দিন নিখোঁজ থাকার পর অবশেষে চিৎপুরে রেলের গুদাম থেকে খড়দহের এক যুবকের মৃতদেহ উদ্ধার হল৷ মহম্মদ জুনেইদ (২৬) নামে ওই যুবকের বাড়ি খড়দহ থানা এলাকার বন্দিপুর পঞ্চায়েত এলাকায়৷ তাঁর দেহে ছুরির আঘাত পাওয়া গিয়েছে৷ ঘটনায় সুলতান ও দিলওয়ারা নামে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

শনিবার সকালে পুলিশ চিৎপুরে রেলের গুদাম থেকে পচাগলা দেহ উদ্ধার করে৷ পেশায় গ্রিলের মিস্ত্রি জুনেইদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি৷ ৪ ডিসেম্বর খড়দহ থানায় ওই যুবকের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়৷ পুলিশ সূত্রে খবর, খড়দহেরই শাহনাজ বিবি নামে এক তরুণীর সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল জুনেইদের৷

তারপর জুনেইদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান৷ কিছুদিন পর ফের জুনেইদের সঙ্গে শাহনাজের সম্পর্ক গড়ে উঠলে জুনেইদ শ্বশুরবাড়িতে গিয়ে থাকছিলেন বলে তাঁর পরিবারের তরফে জানা যায়।

শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই জুনেইদ নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে৷ যুবকের পরিবারের তরফে জানানো হয়, যখন বনিবনা হচ্ছিল না বলেই স্ত্রী শাহনাজ বিবির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল জুনেইদের৷ কিন্তু শাহনাজ বিবির মা সুলতানি ফের তার সঙ্গে জুনেইদের মসজিদে নিয়ে গিয়ে  বিয়ে দেন।-সংবাদ প্রতিদিন

২৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে