আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আঘাতের পাল্টা জবাব দিতে শুরু করল আইসিস। মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে রাশিয়ার দূতাবাসে পর পর ২টি রকেট হামলা চালায় এই জঙ্গি বাহিনী। প্রশাসন সূত্রে খবর, আইসিসের ওপর রাশিয়ার বিমান হানার জন্য প্রায় ৩০০ মানুষ রাশিয়ার দূতাবাসে জড়ো হয়েছিলেন ধন্যবাদ দেওয়ার জন্য। আর সে সময় এই হামলা চালেনো হয়।
তবে এ ব্যাপারে এখনও পরিষ্কার হওয়া যায়নি, যে ওই হামলার লক্ষ্য দূতাবাসের সামনে জড়ো হওয়া মানুষরাই কিনা। দামাস্কাসের মাজরায় দূতাবাসের গেটের বাইরে যখন তারা স্লোগান দিয়ে রাশিয়ার এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছিলেন, ঠিক সেই সময় পর পর ২টি রকেট আছড়ে পড়ে দূতাবাসের কাছে। ঘটনায় হতাহতের এখনও কোন খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই রাসিয়ার যুদ্ধ বিমান ফের হামলা চালাতে শুরু করেছে আইসিসের ঘাঁটির ওপর।
গত ৩০ সেপ্টেম্বর থেকে আইসিস ঘাঁটি লক্ষ্য করে বিমান হানা চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকে একের পর এক আইসিসের শক্ত ঘাঁটি গুলোকে লক্ষকরে ধ্বংস করা হচ্ছে। মনে করা হচ্ছে, শহরের উপকণ্ঠে লুকিয়ে থাকা জঙ্গিরাই দূতাবাসের ওপর এই হামলা চালিয়েছে।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/