আন্তর্জাতিক ডেস্ক : ভুয়ো খবর বিশ্বাস করে ইজরায়েলের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। জবাবে টুইটারে বিস্ময় প্রকাশ করল ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রনালয়। খবর ইন্ডিয়া টামইসের।
ছত্রে ছত্রে টাইপের ভুল। সংবাদের পিছনে কোনও অকাট্য প্রমাণের অস্তিত্ব অমিল। এমনকি, রিপোর্টে ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রীর নামেও বড়সড় বিভ্রান্তি। তবু সেই খবর বিশ্বাস করার মাসুল গুনলেন পাক নিরাপত্তামন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ। আগাগোড়া না ভেবেই টুইটারে ইজরায়েলের প্রতি পাল্টা হুমকি দিলেন তিনি।
নিউজ পোর্টাল awdnews.com-এ সম্প্রচতি প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়, পাকিস্তানকে পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে ইজরায়েল। এতেই মেজাজ হারিয়ে উত্তর দেন পাক মন্ত্রী। টুইটারে তিনি জানান, 'সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপের জবাবে পরমাণু অস্ত্রের সাহায্যে প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে ইজরায়েল। ইজরায়েল ভুলে গিয়েছে, পাকিস্তানও একটি পরমাণু অস্ত্র সংবলিত রাষ্ট্র।' উল্লেখ্য, নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে করা এই মন্তব্য ইসলামিক স্টেট্স-এর আরবি ছদ্মনামের আড়ালে প্রকাশ করেছেন আসিফ।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর awdnews.com নিউজ পৌর্টালে প্রকাশিত খবরে বলা হয়েছিল, 'ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী: কোনও অজুহাতে যদি পাকিস্তান সিরিয়ায় সেনাবাহিনী পাঠায়, আমরা তাহলে ওই দেশকে পরমাণু অস্ত্রের সাহায্যে গুঁড়িয়ে দেব।' প্রতিবেদনটি আগাগোড়া ভুল বানানে ছাপা এবং ভিত্তিহীন তথ্যে ঠাসা। খেয়াল করলে দেখা যাবে, পোর্টালে 'ট্রাম্পের বিরুদ্ধে ক্লিনটনের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা'-র মতো আরও বেশ কয়েকটি আজগুবি শিরোনাম রয়েছে।
কিন্তু সে সব লক্ষ্য না করেই ইজরায়েলের বিরুদ্ধে টুইটারে পাল্টা হুমকি দেগে দিয়েছেন আসিফ। তার মন্তব্যের জেরে চরম বিস্ময় প্রকাশ করেছে ইজরায়েলি নিরাপত্তা মন্ত্রনালয়। তবে বহু ইজরায়েলি নাগরিক আসিফের তীব্র সমালোচনা করতেও ছাড়েননি। টুইটার বা ই-মেল, কোথাও তার জেরে কোনও প্রতিক্রিয়া জানাননি পাক প্রতিরক্ষা মন্ত্রী।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস