মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৫:০৮:২০

ফের বেলারুশের প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো

ফের বেলারুশের প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে পঞ্চম বারের জন্য প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। সোমবারের ফলাফলের ভিত্তিতে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। দেশের নির্বাচনে মোট ৮৩.৪৯ শতাংশ ভোট পেয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান জানিয়েছেন, লুকাশেঙ্কো এ যাবৎ কালের সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে লুকাশেঙ্কোসহ ৪ জন প্রার্থী ছিলেন। সব প্রার্থীকে হারিয়ে কমপক্ষে ৮৩.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুকাশেঙ্কো। চলতি বছরেই বেলারুশের সবথেকে বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। রোববার থেকে সারা দেশে ৬ হাজার ১শ'টির বেশি কেন্দ্রে ভোট গ্রহণের মূল কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন আরো জানিয়েছে, এবারের নির্বাচন পর্যবেক্ষনে প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ৯শ'র বেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থীত ছিলেন। নির্বাচন প্রধান লিদিয়া ইয়ারমোশিনা জয়ের জন্য আলেকজান্ডার লুকাশেঙ্কোকে শুভেচ্ছাও জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কো ৭৯.৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০৬ সালের নির্বাচনে ৮৩ শতাংশ ভোট পেয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এদিকে বেলারুশের নির্বাচনের আগে দেশের রাজনৈতিক বন্দিদের ছেড়ে দেওয়ায় লুকাশেঙ্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন তুলে নিতে পারে বলে খবর।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে