সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:২২:১৩

পাল্টা জবাব দিতে বিমানবাহী রণতরী পাঠাল চীন

পাল্টা জবাব দিতে বিমানবাহী রণতরী পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো বিমানবাহী রণতরী পাঠিয়েছে চীন। দেশটির নৌবাহিনী বলেছে, নিয়মিত মহড়ার অংশ হিসেবে জাহাজটিকে শনিবার প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই প্রথম দেশটির বিমানবাহনী রণতরী লিয়াওনিং’কে ‘দূরবর্তী পানিসীমায়’ পাঠানো হলো। তবে জাহাজটি ঠিক কোন পথ ধরে কোথায় গিয়ে কী ধরনের মহড়া চালাবে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এ সময়ে প্রশান্ত মহাসাগরে চীনের রণতরী পাঠানোর খবর এলো।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার বলেছে, তারা লিয়াওনিং’র গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মিয়াকো প্রণালী দিয়ে রণতরীটি অতিক্রম করেছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীন সাগরের মধ্যাঞ্চলে আটটি চীনা যুদ্ধজাহাজের সঙ্গে লিয়াওনিং’কে দেখা গেছে।  ওই আট যুদ্ধজাহাজের মধ্যে একাধিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, এখনও এই বহরটি জাপানের পানিসীমায় প্রবেশ করেনি। সূত্র: বিবিসি।
২৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে