মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৬:৪৭

পরাশক্তি যুক্তরাষ্ট্রকেও এক লাফে টপকে গেল চীন, কী করবে ভারত?

পরাশক্তি যুক্তরাষ্ট্রকেও এক লাফে টপকে গেল চীন, কী করবে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিশ্বের এক নম্বর শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন। দক্ষিণ এশিয়ার এই দেশটি অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। ফলে প্রতিবেশি ভারতের চোখ এখন কপালে! এশিয়ায় চীনের এই উত্থান মেনে নিতে পারছে না নয়া দিল্লি। কারণ দেশ দুটি একে অপরের প্রতিদ্বন্দ্বী।

মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমানের বদলা হিসেবেই জে-৩১ মডেলের এই বিমানের পরীক্ষা করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

সোমবার সংবাদমাধ্যমকে জানানো হলেও, এই বিমানের সফল পরীক্ষা করা হয়েছে শুক্রবার।

জানানো হয়েছে, নতুন এই চালকবিহীন বিমানে রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অজস্র অস্ত্রশস্ত্র।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‌বিমানের গঠন, ডানা এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’ বিমান তৈরি করেছে চীনেরই একটি সংস্থা। প্রয়োজনে বিদেশেও এই বিমান বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। দাম পড়বে ৪৭৪ কোটি ডলার।‌ সূত্র: সাউথ চায়না মনিং পোস্ট, ব্রিক্স পোস্ট
২৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে