আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নোট বাতিলের পর থেকেই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে কালো টাকা। কিন্তু সে টাকা কী হবে? দেশটির প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে যখন গোটা দেশে শোরগোল, তখন আরও বড় পদক্ষেপের ভাবনা কেন্দ্রের। বাজেয়াপ্ত কালো টাকা গরিবের ব্যাংক অ্যাকাউন্টে ফিরতে পারে বলেই খবর অসমর্থিত সূত্রে।
নোট বাতিলের ফলে দেশের গরিব মানুষ যে উপকৃত হবেন এ কথা বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষও সে কথায় বিশ্বাস করেছেন৷ কালো টাকার লেনদেন রুখে অর্থনৈতিক বৈষম্য ঘোচানোর জোর চেষ্টা ছিল এই পদক্ষেপে৷ পাশাপাশি ক্যাশলেস লেনদেন চালু করেও কালো টাকার কারবার বন্ধ করার ভাবনা মোদি সরকারের।
নোট বাতিলের পর থেকে বলা হচ্ছিল, এই পদক্ষেপে বিপদে পড়বেন অসাধু কালো টাকার মালিকরা৷ তার নমুনা ইতিমধ্যেই দেখেছে গোটা দেশ৷ দিকে দিকে আয়কর হানায় বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি কালো টাকা৷ এবার গরিবের উপকারে সে টাকা কাজে লাগানোরও পরিকল্পনা নিয়েছে সরকার।
সূত্রের খবর, মোদি গরিব কল্যাণ যোজনার মাধ্যমেই এই টাকা কাজে লাগবে সাধারণ মানুষের৷ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ি, রাস্তা ইত্যাদি নির্মাণের কাজে ব্যয় করা হবে এই টাকা৷ আর তাতেই গরিবের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বাজেয়াপ্ত কালো টাকা৷ ১০০ দিনের প্রকল্পে প্রায়শই দুর্নীতির অভিযোগ ওঠে৷ তাই অ্যাকাউন্টে টাকা লেনদেন করেই দুর্নীতি রোখার ভাবনা নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে৷ নীতি আয়োগের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রাক্কালে এ জল্পনাই জোরদার হচ্ছে। -সংবাদ প্রতিদিন।
২৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম