মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৬:৫৬:১৯

'আমি শান্তির দালাল, পাকিস্তানের নই'

'আমি শান্তির দালাল, পাকিস্তানের নই'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইতে দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদী দল শিবসেনার কর্মীরা বিজেপির সাবেক নেতা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি ও আলকাতরা মাখিয়ে তাঁকে হেনস্তা করেছেন। শিবসেনার বক্তব্য, সুধীন্দ্র নাকি পাকিস্তানের দালাল। শিবসেনার এহেন কীর্তিতে সুধীন্দ্রর জবাব, 'হ্যাঁ, আমি একজন দালাল। তবে পাকিস্তানের নয়। ভারত-পাকিস্তানের শান্তির দালাল।' শিবসেনার হামলার পরেও আজ মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের নেহরু সেন্টারে ফের প্রাক্তন বিদেশ বিষয়ক মন্ত্রী খুরশিদ মেহমুদ কসুরির বই প্রকাশ অনুষ্ঠান করতে চলেছেন সুধীন্দ্র।

পাকিস্তানের সঙ্গীতশিল্পী গোলাম আলির অনুষ্ঠান হুমকি দিয়ে বাতিল করানোর পর সোমবার মুম্বাইয়ে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খুরশিদ মেহমুদ কসুরির বই প্রকাশ অনুষ্ঠানের উদ্যোক্তা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি দিয়ে ইতোমধ্যেই বিতর্কে শিবসেনা। শিবসেনার বক্তব্য, মুম্বাইয়ের মাটিতে কোনও পাকিস্তানি বা তাদের অনুষ্ঠান তারা বরদাস্ত করবে না। শিবসেনার এই ধর্মান্ধ মনোভাবের তীব্র সমালোচনা চলছে গোটা দেশে। ঘটনার নিন্দা করেছেন খোদ বিজেপি সাংসদ ও প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীও।

কিন্তু শিবসেনার হামলার প্রতিক্রিয়ায় কোনও রকম হিংসাত্মক কথা শোনা যায়নি সুধীন্দ্রের গলায়। বরং শিবসেনাকে শান্তির বার্তা দিয়ে সুধীন্দ্র বললেন, 'প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দিন থেকেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক উন্নতিতে জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। আমার আশা, বাকস্বাধীনতাকে সম্মান করবে শিবসেনা। শিবসেনা ও তাদের মুখপত্র 'সামনা'র বাকস্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি। আশা করি অন্যের বাকস্বাধীনতাকেও সম্মান করবে শিবসেনা।'

এদিকে সুধীন্দ্র কুলকার্নিকে কালি মাখিয়ে হেনস্তা করার ঘটনার বিজেপি একাংশ সমালোচনা করায় মহারাষ্ট্র সরকারে বড়সড় ভাঙনের সম্ভাবনা তৈরি হল। মহারাষ্ট্র সরকার থেকে বেরিয়ে আসার হুমকি দিল শিবসেনা। বর্তমানে মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে বিজেপি ও শিবসেনা জোট। সূত্রের খবর, দেবেন্দ্র ফোড়নবীশ মন্ত্রিসভা থেকে দলের সব মন্ত্রীকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে পারেন উদ্ধব ঠাকরে। যদি শিবসেনা বেরিয়ে যায়, তাহলে মহারাষ্ট্রে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে বিজেপি। তথ্যসূত্র : এই সময়।
১৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে