বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৩:১৪

ব্লেড দিয়ে নিজের পেট কেটে সন্তান বের করলেন এক মহিলা

ব্লেড দিয়ে নিজের পেট কেটে সন্তান বের করলেন এক মহিলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাস্থ্য ব্যবস্থার যে আরও অনেক উন্নতি দরকার, সেকথা আরও একবার মনে করিয়ে দিল অন্ধ্রপ্রদেশের এক ঘটনা। পরিস্থিতির চাপে পরে সময় মতো হাসপাতালে পৌঁছতে না পেরে অন্ধ্রপ্রদেশের এক আদিবাসী মহিলা রাস্তার মধ্যে ব্লেড দিয়ে তাঁর পেট চিরে বাচ্চা বের করে আনলেন।

গত ২৩ ডিসেম্বর এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার মারেডুমিল্লি মণ্ডলে। এর থেকেই ফের প্রকাশ্যে এল ভারতের বিভিন্ন গ্রামে এখনও স্বাস্থ্য ব্যবস্থার তেমন উন্নয়ন ঘটেনি সে বিষয়ের।  

সূত্রের খবর, ওই মহিলা ৩০ বছরের কে লক্ষ্ণী এবং তাঁর স্বামী সিথানা ডোরা সরকারি হাসপাতালের উদ্দেশে ওই অবস্থায় হাঁটা শুরু করেছিলেন। কিন্তু যে গ্রামে ওই মহিলা থাকতেন, তার থেকে সরকারি হাসপাতালের দূরত্ব ১০ কি:মি: এবং সেই পথ অতিক্রম করতে গ্রামের মানুষকে ঘাট, পাহাড়, বড় রাস্তা পের হতে হয়।

বড় রাস্তায় গিয়েই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সম্ভব। কিন্তু পথেই মহিলার যন্ত্রণা ওঠে এবং তিনি বাধ্য হন ব্লেড দিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। পরে এলাকার স্থানীয় বাসিন্দারা ব্যবস্থা করে মহিলা ও তাঁর বাচ্চাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দেন। আপাতত দুজনের অবস্থাই স্থিতিশীল।- এবিপি

২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে