আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চিন সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজের উপস্থিতি নিয়ে অনেকদিন ধরেই উদ্বেগ বাড়ছিল দুই দেশের মধ্যে। মূল লড়াই ওই অঞ্চলের কয়েকটি দ্বীপের দখল নিয়ে। ফিলিপিন্স, মালয়েশিয়া, চিন, ভিয়েতনাম প্রত্যেকেই দ্বীপ দখল করে বসে রয়েছে।
এর মধ্যে নাক গলিয়েছে আমেরিকা। চিনারা আপত্তি তোলে, তাদের এলাকার জলে আমেরিকার যুদ্ধ জাহাজ কেন! দক্ষিণ চিন সাগরের ওই এলাকার জল চিনের নয় বলে দাবি করে আমেরিকা। যুদ্ধ জাহাজ যেমন ছিল তেমনই রেখে দেয়। সঙ্গে জলের তলায় ড্রোন দিয়ে নানা তথ্য সংগ্রহ করছিল।
অনেকদিন ধরেই চিনারা তক্কে তক্কে ছিল। চোখে চোখে রাখছিল আমেরিকার যুদ্ধ জাহাজকে। এই চাপান উতোরের মাঝেই চিনা সেনারা শুক্রবার ১ লক্ষ ৫০ হাজার ডলারের ড্রোনটিকে পানি থেকে তুলে নিয়ে চম্পট দেয়। যখন চিনারা এ কাজ করছে, তখন অদূরেই দাঁড়িয়ে আমেরিকার নৌসেনারা। তারা রেডিওতে চিনা নৌবাহিনীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। কিন্তু সে চেষ্টা বিফলে যায়।
চিন সরকারের পক্ষে জানানো হয়েছে, তাদের এলাকায় এই ধরনের কার্যকলাপ তারা মেনে নেবে না। তাই ওই ড্রোন তুলে নিয়েছে তারা। পেন্টাগন জানিয়েছে, তারা নির্দিষ্ট কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ড্রোনটি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।-এবেলা
২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ