বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৪:০৬

কিমের নতুন ফতোয়ায় বাতিল ক্রিসমাস, স্মরণ করতে হবে তাঁর ঠাকুরমাকে

কিমের নতুন ফতোয়ায় বাতিল ক্রিসমাস, স্মরণ করতে হবে তাঁর ঠাকুরমাকে

আন্তর্জাতিক ডেস্ক: সেদেশে তিনিই সর্বসেরা। তিনিই ইশ্ব। তিনিই যিশু। তবে কিনা সারা বছর যে ক্রিসমাসের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা সেই অনুষ্ঠানই বাতিল করতে হবে ? হ্যাঁ করতে হবে বইকি৷ কোনও প্রশ্ন তোলা যাবে না। না, মানে উত্তর কোরিয়া বাসিন্দারা তো প্রশ্ন তোলার কথা ভাবতেই পারেন না। কারণ তাঁদের শাসক কিম জং উনের নির্দেশ বলে কথা। এবছরের জন্য দেশবাসীকে যিশুকে ভুলে তাঁর মৃত ঠাকুমার স্মরণ করতে বলেছেন কিম জং উন।

প্রসঙ্গত, কিম জং উনের ঠাকুমা কিম জং সুক জন্মেছিলেন ক্রিসমাস ইভে৷ তিনি জাপানবিরোধী গেরিলা ও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ সেদেশে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিম জং উনের  ঠাকুমা৷ শুধু তাই নয়, কিম জং সুক ছিলেন উত্তর কোরিয়ার প্রথম শাসক কিম ইল সাং এর স্ত্রী এবং প্রাক্তন নেতা কিং জং ইলের মা। ১৯৪৯ সালে মৃত্যু হয় উত্তর কোরিয়ার তাঁর৷ তাই সেদেশের বাসিন্দারা ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়ার বদলে কিং জং সুকের কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন৷

তবে অবশ্য এর আগেও খ্রিষ্টান ধর্ম সমন্ধীয় অনেক কিছুতেই তীব্র ঘৃণা প্রদর্শনের উদাহরণ রয়েছে৷ প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সীমান্তে ক্রিসমাস গাছ লাগানোয় তিনি শুধু সেগুলি উপরে ফেলার ব্যবস্থা করেই খান্ত হননি, যুদ্ধের হুমকিও দিয়েছিলেন।-সংবাদ প্রতিদিন

২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে