বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৭:১২:৪৯

পুণের একটি বাড়ি থেকে ৭২ টি সাপ উদ্ধার

পুণের একটি বাড়ি থেকে ৭২ টি সাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ৭২টি সাপ উদ্ধার হল পুণের একটি বাড়ি থেকে। এই ঘটনায় রঞ্জিত খাড়গে (‌৩৭)‌ এবং তাঁর এক সঙ্গী ধনঞ্জয় বেলকুটেকে (‌৩০)‌ আটক করা হয়েছে। অবৈধভাবে বিষ বিক্রি করার জন্যই নিজের বাড়িতে সাপগুলোকে মজুত রেখেছিল রঞ্জিত। অভিযুক্ত ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে ভাড়া বাড়িটিতে থাকতেন। সাপগুলোকে কাঠের বাক্স এবং  চটের বস্তায় রাখা হয়েছিল।

রবিবার গোপনসূত্রে খবর পেয়ে গত সোমবার খাড়গের বাড়ি থেকে সাপগুলোকে উদ্ধার করেছে পুলিশ। চাকান পুলিসের এক আধিকারিক বলেন, ‘আমরা ৪১টি রাসেল ভাইপার এবং ৩১ টি গোখরো সাপ উদ্ধার করেছি। ওই সাপগুলোর থেকে বিষ বের করে বিক্রি করত অভিযুক্তরা। আমরা যখন ওই বাড়িটিতে যাই, মূল অভিযুক্ত বাড়িতে ছিল না। তাঁর স্ত্রী এবং সন্তানরা বাড়িতে ছিল। সন্তানরা জানত সাপগুলো কোথায় রাখা।

কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায়, আমরা সবাইকে বের করে বাড়িটিতে তালা লাগিয়ে দিয়েছি। পরদিন সকালে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।’ তদন্তে জানা গেছে, জঙ্গল এবং সাপুড়েদের কাছ থেকে সাপগুলোকে পেত অভিযুক্তরা। তারপর সাপের বিষ পাচার করা হত।’ এদিন খাড়গের বাড়ি থেকে বেশ কয়েক বোতল‌ বিষও উদ্ধার হয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাও দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোকে বনদপ্তরের হাতে তুলে দেবে পুলিশ।-আজকাল

২৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে