আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার এক এমপি’র গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এতে এমপিসহ তিন জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
তিনি পার্লামেন্টে যাওয়ার পথে হামলার শিকার হন। এটা দেশটির আইনপ্রণেতাদের ওপর একের পর এক হামলার সর্বশেষ ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশের এমপি ফাকুরি বেহিস্তিকে লক্ষ্য করে চালানো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ‘একটি সেতুর নিচে বোমাটি পেতে রাখা ছিল। এমপি’র গাড়িটি সেতু পার হওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় এমপিসহ তিনজন আহত হয়েছেন।’
তবে পার্লামেন্টের স্পিকার আব্দুল রউফ ইবরাহিমি আইনপ্রণেতাদের বলেন, এমপি’র একজন আত্মীয় এই বিস্ফোরণে নিহত হয়েছেন।
২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস