শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০১:০৩:০৯

এবার প্রচন্ড ভূমিকম্পে কাঁপলো জাপান

এবার প্রচন্ড ভূমিকম্পে কাঁপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক: সকাল থেকে আমেরিকায় আতঙ্ক, বেলাশেষে এশিয়াতেও কাঁপন ধরালো ভূমিকম্প। তীব্র কম্পন অনভূত হল জাপানে। ফুকুশিমা পরমাণু বিদ্যুত্‍‌ কেন্দ্রের খুব কাছেই, জাপানের কান্তো অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া দফতরের রিখটার স্কেলে ধরা পড়া ভূমিকম্পের তীব্রতা ৬.৩।

জাপানের একটি ইংরেজি সাইটে জানানো হয়েছে, কাঁপন ধরানোর জন্য এদিনের ভূমিকম্প ছিল যথেষ্ট শক্তিশালী। হংশু দ্বীপের একাংশে এই কম্পন টের পাওয়া গেছে। যদিও, জাপানের এনএইচকে নিউজ এজেন্সির দাবি, পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। যদিও, ক্ষয়ক্ষতি কত, তা এখনও কিছু জানা যায়নি। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তরফে জানানো হয়েছে, ফুকুশিমার পরমাণু চুল্লিতে এদিনের ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে পড়ে জাপান। গোটা বিশ্বে যত ভূমিকম্প হয়, তার ৯০% ক্ষেত্রই হল জাপান। ৮১% ভূমিকম্পই এখানে যথেষ্ট শক্তিশালী। একসঙ্গে অনেকগুলো সক্রিয় ভলক্যানো থাকার কারণেই জাপান ভূমিকম্প প্রবণ অঞ্চল।-এই সময়

৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে