শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪২:২৫

ফের পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালালো ভারত!

ফের পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালালো ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন আগেই পাকিস্তানের একদল সাইবার হ্যাকার তিরুবনন্তপুরম বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করেছিল৷ আর এই ঘটনার বদলা নিতেই আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত। পাক সাইবার জঙ্গিদের এই ধরনের কাজের যোগ্য জবাব দিল কেরালের ‘মাল্লু সাইবার সোলজারস’৷ সাইবার হামলার বদলে সাইবার হামলাই ফিরিয়ে দিল পাকিস্তানকে৷

সম্প্রতি এই সংস্থার তরফ থেকে পাকিস্তানের শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, ভারতের সাইবার সৈনিকরা শিয়ালকোট বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাক করে তার পাসওয়ার্ড বদল করে দিয়েছেন৷ পুরনো পাসওয়ার্ডের বদলে তাঁরা মালায়লম ভাষায় কোনও পাসওয়ার্ড রেখেছেন বলেও জানা গিয়েছে।

গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই ‘মাল্লু সাইবার সোলজারস’-দের এই পাল্টা আক্রমণকে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে তুলনা করছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের কীর্তিকলাপ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।-সংবাদ প্রতিদিন

৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে