শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৯:০০

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সামবারের টোলাটাঙ্গার গ্রামের ৩৩ কিলোমিটার দূরে ৬.২ মাত্রার ভূমিকম্পন আঘাত হানেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৬ টা ৩০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপকারী সংস্থা ইউএসজিএসের মতে, এর কেন্দ্রস্থল ছিল টোলাটাঙ্গার দক্ষিণ থেকে ৩৩ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৭২ কিলোমিটার গভীরে। আর কেন্দ্রস্থল রাজধানী জাকার্তা থেকে ১৩৫০ কিলোমিটার দূরে।

এর আগে, ৭ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয়ের মধ্যে এই দেশটির অবস্থান।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রলঙ্করকারী সুনামিতে ইন্দোনেশিয়ার প্রায় আড়াই লাখ মানুষ প্রাণ হারায়। সোমবার ওই সুনামির যুগপূর্তি পালন করা হয়। ২০০৪ সালের ইন্দোনেশিয়ার ওই ভূমিকম্পটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। সূত্র: ভয়েস অব আমেরিকা
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে