শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৪:৩৭

এবার রেল স্টেশনে বিয়ে!

এবার রেল স্টেশনে বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : এবার ট্রেনে করে যেতে যেতে হঠাৎ যদি কোনও স্টেশনকে বিয়েবাড়ির মত সাজানো থাকতে দেখেন, অবাক হবেন না। নতুন দিল্লির রেল বিকাশ শিবিরে এল অভিনব প্রস্তাব। রেলের আয় কীভাবে বাড়ানো যায়, এই নিয়ে আলোচনার সময়ে কয়েকজন প্রস্তাব দেন, দেশের যে সমস্ত স্টেশন খুব ব্যস্ত থাকে না, সেই স্টেশনগুলিকে বিয়ের জন্য ভাড়া দেওয়া যেতে পারে। বিয়ের অনুষ্ঠান ও খাওয়াদাওয়ার ব্যবস্থা স্টেশন চত্বরে করা যাবে কম ভাড়ায়। এতে রেলের আয়ও হবে।

সঙ্গে সঙ্গে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু এই প্রস্তাব লুফে নেন। এই প্রস্তাব বিবেচনার জন্য অফিসারদের নির্দেশ দেন।

কিন্তু স্থানীয় স্তরে রেলের কর্তারা মনে করেন, রেল স্টেশনকে বিয়েবাড়ি হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করা খুব অসুবিধার। বিয়েবাড়ি মানেই লোকজনের ভিড়। তাদেরকে রেল লাইন থেকে দুরে রাখার ব্যবস্থাও করতে হবে। নয়তো দুর্ঘটনা বাড়বে। বিয়ের অনুষ্ঠানের পরে স্টেশন পরিষ্কার করার কাজ রেলের সাফাই কর্মীদের দিয়ে করাতে হবে। রেলের নিরাপত্তা ও সাফাই কর্মীদের সংখ্যা এমনিতেই এখন বেশ কম। রেল স্টেশনকে বিয়েবাড়ি হিসেবে ব্যবহার করতে দিলে, যাত্রীদেরও অসুবিধা হতে পারে বলে মনে করেন রেলকর্তাদের একাংশের আশঙ্কা। -এবেলা।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে