শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৪:০৯

স্বাধীন ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরাইলকে আমেরিকার পর ব্রিটেনের কড়া হুঁশিয়ারি

স্বাধীন ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরাইলকে আমেরিকার পর ব্রিটেনের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সরকার বৃহস্পতিবার জানিয়েছে, কেবলমাত্র বসতি স্থাপনের ওপর গুরুত্ব দেয়ায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মুখপাত্র জানান, সেখানে এ সমস্যার ক্ষেত্রে ব্রিটেন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সমর্থন করে এবং তারা ফিলিস্তিনি ভূ-খণ্ডে বসতি স্থাপনকে অবৈধ মনে করে।

তিনি বলেন, তবে এ ব্যাপারে আমরা আরো স্পষ্ট করে বলতে চাই যে, এই সংঘাতের ক্ষেত্রে বসতি স্থাপনই কেবল একমাত্র সমস্যা না।

এক বিবৃতিতে মুখপাত্র বলেন, বিশেষকরে ইসরাইলের জনগণ সন্ত্রাসবাদের হুমকি মুক্ত জীবনযাপন করতে চায়।

ফিলিস্তিনি ভূ-খণ্ডে বসতি স্থাপন অব্যাহত রাখায় ইসরাইলের প্রতি কেরির কঠোর সতর্কবাণী উকচ্চারণের একদিন পর ডাউনিং স্ট্রীট থেকে এমন মন্তব্য করা হলো।

কেরি তার দেয়া বক্তব্যে বলেন, সেখানে ইসরাইলের এমন বসতি স্থাপন দেশের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি।

ফিলিস্তিনি ভূ-খণ্ডে বসতি স্থাপন করে ইসরাইলিদের সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগ করে দেয়ায় কেরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে দায়ী করে।
৩০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে