শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫০:৫৫

‘সোয়াতের কসাই’কে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে পাকিস্তান

‘সোয়াতের কসাই’কে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি সামরিক আদালত সোয়াত অঞ্চলে পাকিস্তানি তালেবানের এক শীর্ষ স্থানীয় নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিদের সাবেক এই মুখপাত্র মুসলিম খানের বিরুদ্ধে ৩১ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি যাদের হত্যা করেন তাদের মধ্যে বেসামরিক লোক ও নিরাপত্তা কর্মী রয়েছে।

সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যে আট সন্ত্রাসীর মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করেছেন তাদের মধ্যে মুসলিম খান অন্যতম। ২০১৪ সালে পেশোয়ারের একটি স্কুলে জঙ্গিরা ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পর এই অস্থায়ী সামরিক আদালত স্থাপন করা হয়।

আগামী সপ্তাহে এই আদালতের মেয়াদ শেষ হবে। বুধবার আরো ৫ জনের মৃত্যুদন্ডাদেশ প্রদান করে সামরিক আদালত। এদের মধ্যে ২০১৫ সালে করাচিতে একটি বাসে ইসমাইলি শিয়াদের হত্যায় জড়িত থাকার দায়ে ৪ বন্দুকধারী এবং একই বছর করাচিতে সমাজ কর্মী সাবিন মাহ্মুদকে হত্যার দায়ে একজনকে সর্বোচ্চ সাজা দেয়া হয়।
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে