আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বহুল আলোচিত রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা তাপস পাল। শুধুমাত্র চিটফাণ্ড কাণ্ডেই নয়, লজ্জায় তাপস পালকে আগেও মুখ লুকোতে হয়েছিল।
২০১৪ সালের ৩০ জুন বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণনগরের সাংসদ তাপস পালের একটি বক্তৃতার ফুটেজ আসে। দেখা যায়, তৃণমূল সাংসদ তার নির্বাচনী এলাকার চৌমহাতে সিপিএম-এর সমর্থকদের হুমকি দিচ্ছেন।
গ্রাম্য সভায় দাঁড়িয়ে বলছেন, ‘একটা কোনও সিপিএম যদি আমার মা, বোন, চাচা-চাচী, কারও গায়ে হাত দেয়, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস নিজের রিভলবার বের করে গুলি করে দিয়ে চলে যাবে। জেনে রাখবেন আমি চন্দননগরের মাল.....একটা যদি কোনও বিরোধী আজকে তৃণমূলের কোনও মেয়ে, কোনও বাপ, কোনও বাচ্চার গায়ে হাত দেয়, আমার ছেলেদের ঢুকিয়ে দেব। রেপ করে চলে আসবে।’
এই বিতর্কিত বক্তব্য তিনি রেখেছিলেন ২০১৪ সালের জুনের মাঝামাঝি। এই ফুটেজ সামনে আসার পরই তাপস লোকচক্ষুর আড়ালে চলে যান। তার পরের দু’দিন ধরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। গোপন আস্তানা থেকেই দলকে ক্ষমা চেয়ে চিঠি লেখেন তাপস পাল।
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস