আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন ধরেই পাড়ার একদল যুবক ব্যবসায়ী পবিত্র দাসের স্ত্রীকে নানাভাবে উত্যক্ত করত৷ কুপ্রস্তাব, এমনকী রাস্তাঘাটে শ্লীলতাহানিরও চেষ্টা করেছে তারা৷ বৃহস্পতিবার বাজার করে ফেরার সময় পবিত্র দাসের স্ত্রীকে ফের কটূক্তি করে ওই বখাটে যুবকের দল৷ প্রতিবাদ করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন নিগৃহীতার স্বামী পবিত্র দাস৷ অভিযুক্তদের সঙ্গে বচসাও বাধে৷
তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও, ঘণ্টা দুয়েক পর পবিত্র দাসের বাড়িতে অস্ত্র-সহ চড়াও হয় ১০-১২ জন যুবকের দল৷ পবিত্র দাসকে ঘিরে ধরে প্রথমে তাঁর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ৷ স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় চোখ উপড়ে, কুপিয়ে খুন করার চেষ্টা করা হল স্বামীকে৷ বাধা দিতে গেলে মহিলার দেবরকেও খুনের চেষ্টা করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় পবিত্র দাস ও তাঁর ভাই সুফল দাসকে মালদহ মডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷
বৃহস্পতিবার রাতের এই ঘটনায় মালদহের ইংলিশবাজার থানার ধানতলা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ। এমনকী তাঁকে কুপিয়ে খুন করার চেষ্টাও করা হয় বলে জানা গিয়েছে৷
ধারালো অস্ত্রে তাঁর ডান চোখ গুরুতর ভাবে জখম হয়েছে৷ দাদাকে বাঁচাতে এলে রোষের মুখে পড়েন সুফল দাসও৷ তাঁকেও গুরুতরভাবে জখম করা হয়৷ দুই ভাই ও নিগৃহীতার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।-সংবাদ প্রতিদিন
৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ