আন্তর্জাতিক ডেস্ক: একেবারে সম্মুখ-সমরে মস্কো-ওয়াশিংটন। আমেরিকার বদলা। রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করার প্রতিশোধে মার্কিন কূটনীতিকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পুতিন। হ্যাক করার অভিযোগ তুলে শুক্রবার ৩৫ জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করে আমেরিকা। অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিলারির নির্বাচনী প্রচার হ্যাক করেছে রাশিয়া।
মার্কিন প্রশাসন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পরই তার ‘উপযুক্ত’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র জানান, এই বহিষ্কারের সিদ্ধান্ত দেশ দু’টির মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে জড়িত থাকার অভিযোগে আমেরিকায় ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেন ওবামা। ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় মার্কিন প্রশাসন।
বৃহস্পতিবার ওই বহিষ্কারের নির্দেশ পাওয়া মাত্রই প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ‘উপযুক্ত’ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হবে।-কলকাতা২৪
৩১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ