আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের রুশ দূতাবাস লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের কনসুলার সেকশনের প্রবেশমুখে মর্টারটি আঘাত হানে।
এতে বলা হয়, আশপাশের কিছু সামগ্রীর ক্ষতি হলেও এতে কেউ হাতহত হয়নি। রাশিয়ার কূটনৈতিক মিশনের ওপর ‘আরেকটি’ হামলা হলো যা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে এর নিন্দা জানান মুখপাত্র মারিয়া জাকারোভা।
তিনি বলেন, যুদ্ধবিরতি ব্যাহত করার জন্য এ উগ্রবাদী হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা প্রতিহত করতে হবে।
এর আগে বুধবার দুই দফা হামলা হয় সিরিয়ার রুশ দূতাবাসে। এর আগে গত ২৮ অক্টোবর একই ধরনের দু’টি মর্টার শেল আঘাত হানে ওই দূতাবাসে।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম