শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৭:৫৩

ভারতে হামলা আসন্ন, ইসরাইলের সতর্কবার্তা

ভারতে হামলা আসন্ন, ইসরাইলের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করে পর্যটকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আর্জি জানাল ইজরায়েল৷ নতুন বছরের উৎসবের মাঝে ভারতের দক্ষিণ-পশ্চিমের পর্যটন স্থানগুলিতে হামলার আশঙ্কা প্রকাশ করছে ইজরায়েল।

প্রসঙ্গত, ভারতের দক্ষিণ-পশ্চিমের উপকূলবর্তী এলাকাগুলি নববর্ষের উৎসবে মেতে ওঠে৷ এই সময় এই এলাকায় প্রচুর দেশী ও বিদেশী পর্যটকরা ভিড় জমান৷ গোয়া, মুম্বই, কোচির মত এলাকায় বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়।

ইজরায়েলের সন্ত্রাসবিরোধী অধিদফতর থেকে জারি সতর্কতায় বলা হয়েছে, নতুন বছরের উৎসবের মাসে সন্ত্রাসবাদীরা বিদেশী পর্যটকদের উপর হামলা চালাতে পারে৷ নয়াদিল্লিতে অবস্থিত ইজরায়েল দূতাবাসও এই খবরকে সমর্থন করেছে৷ দূতাবাসের তরফে বলে হয়েছে, বছরের শেষ সন্ধ্যায় যে অনুষ্ঠান সমারোহ হচ্ছে সেখানে আগত বিদেশী পর্যটকদের সতর্ক করা হচ্ছে৷ ইজরায়েল সরকার এই ধরণের অনুষ্ঠান ও অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

ভারত ছাড়াও অন্যান্য দেশেও ইজরায়েল সরকার এই সতর্কতা জারি করেছে৷ সম্প্রতি বার্লিনে ক্রিসমাস চালাকালীন সন্ত্রাসবাসী হামলায় ১২ জনের মৃত্যু হয়৷ এই ধরণের ঘটনাকে মাথায় রেখেই এই সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ইজরায়েলী নাগরিকদের কাছে ভারত চিরকালই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে৷ একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় ২০ হাজার ইজরায়েলের নাগরিক ভারতে আসেন৷ ভারতে বেশ কয়কবার ইজরায়েলী নাগরিকদের উপর হামলা হয়েছে৷ ২০১২ সালে ইজরায়েল দূতাবাসের সামনে হওয়া গাড়িবোমা হামলার ইজরায়েলের প্রতিরক্ষা আধিকারিকের স্ত্রী আহন হন।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে