আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে একটি ছোট্ট বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এর আগের রাতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন।
ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, জেফার্সন কাউন্টিতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডার ও এক ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানটির জরুরি ট্রান্সমিটারের সাহায্যে ধ্বংসাবশেষ সনাক্ত করা সম্ভব হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিমানটি ওয়াশিংটনের বৃহত্তম নগরী সিটলের বোইং ফিল্ড থেকে উড্ডয়ন করে। বিমানটি ইউএস প্যাসিফিক নর্থওয়েস্টের অলিম্পিক পেনিনসুলার উত্তর প্রান্তে অবস্থিত পোর্ট অ্যাঞ্জেলস যাচ্ছিল। স্থানীয় সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি হুড ক্যানের কাছে বিধ্বস্ত হয়। এর কোন আরোহীই জীবিত নেই বলে নিশ্চিত করা হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম