আন্তর্জাতিক ডেস্ক: এবার ধনীর থেকে উদ্ধার করা কালো টাকা গরিব ও মধ্যবিত্তদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরের শেষ দিনে এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মোদী। জানিয়ে দিলেন এখন ব্যাঙ্কের হাতে অনেক টাকা। তাই সরকার নতুন কিছু নীতি নিয়েছে।
১। শহরে ৯ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের সুদে ৪ শতাংশ ছাড় মিলবে।
২। শহরে ১২ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের সুদে ৩ শতাংশ ছাড় মিলবে।
৩। গ্রামাঞ্চলে ২ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের সুদে ৩ শতাংশ ছাড় মিলবে।
৪। কৃষি ঋণের উপরে ৬০ দিনের সুদ সরকার শোধ করবে।
৫। নাবার্ড ২০ হাজার কোটি টাকা কম সুদে গ্রামীণ ব্যাঙ্ককে দেবে। যা দিয়ে ব্যাঙ্কগুলি কৃষকদের ঋণ দেবে।
৬। আগামী তিন মাসে ৩ কোটি কৃষাণ ক্রেডিট কার্ডকে রুপে কার্ড করে দেওয়া হবে।
৭। ছোট ও মাঝারি শিল্প উদ্দোগীদের ক্রেডিট গ্যারান্টি এক কোটি থেকে বাড়িয়ে দু’কোটি করা হবে।
৮। ছোট শিল্প উদ্দোগীদের জন্য ক্যাশ, ক্রেডিট লিমিট ২০ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হবে।
৯। ছোট শিল্প উদ্দোগীদের অনলাইনে ব্যবসা করলে ক্যাশ, ক্রেডিট লিমিট ২০ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হবে।
১০। যাঁরা বছরে দু’কোটি টাকা পর্যন্ত আয় করেন, তাঁরা ডিজিটাল লেনদেন করলে করের হার ৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হবে।
১১। গর্ভবতী মহিলাদের জন্য দেশব্যাপী প্রকল্প শুরু হচ্ছে। দেশের ৬৫০-এর বেশি জেলায় গর্ভবতীদের হাসপাতালে প্রসব, টিকাকরণ ইত্যাদির জন্য ৬ হাজার টাকা দেবে সরকার। সরাসরি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে টাকা।
১২। প্রবীণ নাগরিকদের জন্যও নতুন প্রকল্প নিচ্ছে সরকার। প্রবীণদের জন্য সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত জমা টাকায় ১০ বছর পর্যন্ত ৮ শতাংশ হারে সুদ পাবেন। -এবেলা
১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ