রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০১:৫৯:৪৫

নববর্ষের নরেন্দ্র মোদীর ভাষণের যে ১০টি বিষয় আপনাকে চমকে দিবে!

নববর্ষের নরেন্দ্র মোদীর  ভাষণের যে ১০টি বিষয় আপনাকে চমকে দিবে!

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগেই জানা গিয়েছিল, নববর্ষের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা কৌতুহল নিয়ে সকলেই অপেক্ষায় ছিলেন এ বার আর কোনও চমক অপেক্ষা করছে। এক নজরে দেখে নিন, নববর্ষের প্রাক-সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণের ১০টি বিষয় যা আপনার জানা উচিত।

১) কালো টাকার বিরুদ্ধে এবং শুদ্ধিকরণের জন্য সরকার এবং সাধারণ মানুষ এক সঙ্গে কাজ করেছেন।

২) শত সমস্যা সত্ত্বেও ১২৫ কোটি মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

৩) দুর্নীতিগ্রস্তদের শাস্তি হবে। আইন আইনের পথে কঠোরভাবে চলবে।

৪) সন্ত্রাসবাদী, মাওবাদী, মানবপাচারকারীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত চূড়ান্ত আঘাত হেনেছে।

৫) প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ব্যাঙ্কে সাড়ে ৭ লক্ষ টাকা আমানতের ওপর ১০ বছরের জন্য ৮ শতাংশ হারে সুদ নিশ্চিত করা হবে। এই টাকা চাইলে তাঁরা মাসে মাসেও তুলতে পারবেন।

৬) নতুন বছরে বিশেষত গ্রামের দিকে যত দ্রুত সম্ভব ব্যাঙ্কি ব্যবস্থা স্বাভাবিক করতে বলা হয়েছে।

৭) প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ৯ লক্ষ ঋণের ওপর ৪% এবং ১২ লক্ষ ঋণের ওপর ৩% সুদ ছাড়া দেওয়া হবে। গ্রামে বাড়ি নির্মাণ বা মেরামতের ক্ষেত্রে ২ লক্ষ টাকা ঋণের ওপর ৩% সুদে ছাড়া দেওয়া হবে।

৮) আগামী ৩ মাসের মধ্যে সমস্ত কিষান ক্রেডিট কার্ডকে রুপে কার্ডে বদলে দেওয়া হবে।

৯) গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেশের ৬৫০টি জেলায় পুষ্টিকর খাবার, টিকাকরণের জন্য ৬ হাজার টাকা দেওয়া হবে। টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে।

১০) যে ঋণ নিয়ে চাষের কাজ করেছেন, তাঁদের ৬০ দিনের সুদ সরকার মুকুব করবে।-এই সময়

১ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে