আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ সফরে ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রীর নেক্সট ডেস্টিনেশন গ্রেট ব্রিটেন। মোদির এক মাসের ইংল্যান্ড সফরের আগেই সাজো-সাজো লন্ডন। অতি উত্সাহী সে দেশের অনাবাসী মোদি-প্রেমীরা আস্ত একটা বাসই ডেডিকেট করে ফেলেছেন তার নামে। মোদির নামাঙ্কিত মোদী এক্সপ্রেস গত রবিবার থেকেই চক্কর কাটছে লন্ডনের রাজপথে।
ব্রিটেনের লিটল ইন্ডিয়া, ওয়েম্বলি এই বাসের ফার্স্ট স্টপ। তার পরেই সেই বাস ছুটবে ট্রাফলগর স্কোয়ারে। দিওয়ালি পালনের লক্ষ্যে। রীতিমতো নারকেল ফাটিয়ে পুজা-অর্চনা করে যাত্রা শুরু হয়েছে এই বাসের। উদ্বোধন করেছেন লর্ড ডলার পপাট।
যুক্তরাজ্যে ‘বাস পে চর্চা’-র তাগিদে একটা সংগঠন তৈরি হয়ে গিয়েছে। ‘ইউকে ওয়েলকামস মোদি’ নামের সেই সংগঠনটির পিছনে রয়েছে ৪০০টি প্রবাসী ভারতীয় অর্গানাইজেশন।
আগামী ১৩ নভেম্বর অলিম্পিক উদ্বোধনের কায়দায় নাকি ওয়েম্বলি স্টেডিয়ামে মোদিকে স্বাগত জানানো হবে। আশা করা হচ্ছে ‘মোদি ম্যানিয়া’-য় ৬০ হাজারেরও বেশি জনসমাগম হবে সে দিন।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি