আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর। উপত্যকার বারামুল্লায় সেনাবাহিনী ও অস্ত্রধারীদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে হারিতার তারজু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বারামুল্লার ওই এলাকায় ২ অস্ত্রধারীরা লুকিয়ে রয়েছে বলে ধারণা করে ভারতীয় সেনা বাহিনী। অস্ত্রধারীদের খুঁজে বের করতে একটানা তল্লাশি শুরু করেন জওয়ানরা। অবশেষে সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় এক জন। ওই এলাকায় আরো অস্ত্রধারী লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি।
ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা বাহিনী। সূত্র: এনডিটিভি, দ্যা হিন্দু
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম