আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিল আইএস। সম্প্রতি তাদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই বক্তব্য রাখা হয়েছে। মোদির কাজ মুসলমানদের স্বার্থ বিরোধী বলে জানানো হয়েছে সেখানে৷ বর্ষবরণের রাতে ইস্তানবুলের নাইটক্লাবে যে জঙ্গি হামলা হয়, তার আগেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। সেখানেই মোদি বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা।
জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৯ মিনিটের এই আরবি ভাষার ভিডিও ফুটেজটি খুবই নৃশংস৷ তুরস্কের সেনাদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার দৃশ্য রেকর্ড করা হয়েছে এই ভিডিওটিতে।
সদ্য মুক্তি পাওয়া এই ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার পাশাপাশি আইএস জঙ্গিরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, পোপ ফ্রান্সিসকেও হুমকি দিয়েছে৷ মোদিকে হুমকি দেওয়ার পাশাপাশি সোমবার অন্য এক ভিডিও প্রকাশের মাধ্যমে ইস্তানবুল হত্যার দায় স্বীকার করে নিয়েছে এইএস জঙ্গিরা। -সংবাদ প্রতিদিন।
০৩ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম