আন্তর্জাতিক ডেস্ক : ১২ বছরের মেয়ের অদম্য সাহসের জোরে সম্ভ্রমহানী হওয়ার হাত থেকে বেঁচে গেলেন মা। ৪ দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত হলেও, মেয়ের কল্যাণে ওই মহিলার সম্ভ্রমে আঁচ পড়েনি। খবর ইন্ডিয়া টাইমসের।
বর্ষশেষের রাতের ঘটনা। উত্তরপ্রদেশের বরেলিতে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা। তখনই আচমকা তাদের উপর হামলা করে ৪ দুষ্কৃতী। ওই মহিলা জানিয়েছেন, 'ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে কাছের একটি কুঁড়েঘরে নিয়ে যায়। সেখানেই তারা আমার সন্মান নষ্ট করার চেষ্টা করে। তবে আমার মেয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা প্রথমে ওকে ভয় দেখায়, তারপর ওকে মারধরও করে। তবে তাতে দমে না গিয়ে পাল্টা মারতে থাকে আমার মেয়েও। আমাদের চিত্কার শুনে গ্রামবাসী সেখানে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।'
৪ দুষ্কৃতীকে শনাক্ত করা গেলেও তারা এখনও ধরা পড়েনি। তারা প্রত্যেকেই ওই গ্রামেরই বাসিন্দা। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশের দাবি, সম্পত্তিগত ঝগড়ার জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সঙ্গে ওই মহিলার আগে থেকেই ঝামেলা ছিল। আবার এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন গ্রামবাসীরা।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস