আন্তর্জাতিক ডেস্ক: সোমবার, হজ যাত্রীদেরকেও মোদীর ডিজিটাল ইন্ডিয়ায় যোগ করল কেন্দ্র। এই প্রথম অ্যাপের মাধ্যমে হজ যাত্রার জন্য আবেদন করতে পারবেন দেশবাসী।
কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ণ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি এই অ্যাপ লঞ্চ করে জানান, হজ আবেদনপত্র এবং পেমেন্ট এই প্রথম ডিজিটাল আওতায় আনা হল। তিনি আরও জানান, ডিজিটাল ইন্ডিয়া প্রোজেক্টের গুরুত্বপূর্ণ উদ্যোগ এটি। পরবর্তী হজ যাত্রা জন্য এই অ্যাপকে সাধারণ জনগণের মধ্যে পৌঁছে দিতে তত্পর কেন্দ্র। স্বচ্ছতার পাশাপাশি হয়রানিও কমবে দেশবাসীর, বলে জানান নকভি।-আনন্দবাজার
০৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস