মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০৭:০৫:১৯

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ!

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ!

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি পুলিশ দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে। বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসায়ীদের কাছ থেকে তিনি কোন সুবিধা গ্রহণ করেছেন কিনা সেব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয়।

তদন্ত কর্মকর্তারা সোমবার তার বাসভবনে গেলে নেতানিয়াহু তাদেরকে বলেন, তিনি নিরাপরাধ। তিনি মিডিয়া ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে বলেন, তাদের এমন অপপ্রচার বন্ধ করা উচিত। কারণ এক্ষেত্রে দুর্নীতির কিছু ঘটেনি।

জেরুজালেম পোষ্ট পত্রিকার খবরে বলা হয়, জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনে প্রায় তিন ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের ‘অবৈধ উপহার’ গ্রহণের অভিযোগ রয়েছে।

০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে