আন্তর্জাতি ডেস্ক : ভারতের প্রতি চীন ও পাকিস্তানের দু’মুখো নীতি বরদাস্ত করবেন না আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষ্য থেকে এমন হুশিয়ারি দিয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের এক পদস্থ নেতা। ট্রানজিশন টিমের ওই সদস্য ভারতীয় বংশোদ্ভূত শলাভ কুমার। খবর এপিবির।
ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত শলাভ। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের দায়িত্বেও ছিলেন তিনি। ট্রাম্পের পরামর্শদাতা পরিষদের এই সদস্য বলেন, নয়াদিল্লির প্রতিবেশীদের দু’মুখো ভূমিকা বরদাস্ত না করার নীতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইসলামাবাদ দাবি করে যে, ট্রাম্প শরিফের ভূয়সী প্রশংসা করেন এবং পাকিস্তানের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা গ্রহণের ব্যাপারে আশ্বাস দেন।
কিন্তু শরিফের সঙ্গে টেলিফোনে কথা সম্পর্কে ট্রাম্পের টিমের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়, তাতে পাকিস্তানের ওই দাবির একটি কথাও উল্লেখ করা হয়নি। এতে শুধুমাত্র বলা হয়, শরিফের সঙ্গে ফলপ্রসু কথা হয়েছে ট্রাম্পের।
এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সংক্রান্ত হুমকি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ উন বলেছিলেন, পিয়ংইয়ং আরও একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল উত্ক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ওই প্রয়াস সফল হবে না।
পিয়ংইয়ংয়ের কাজকর্মে রাশ টানতে সাহায্য না করায় ট্রাম্প চীনকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, কার্যত একতরফা বাণিজ্যে প্রভূত অর্থ ও সম্পদ আমেরিকা থেকে নিয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার ব্যাপারে চিন আমেরিকাকে সাহায্য করে না।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস