আন্তর্জাতিক ডেস্ক: হোক না ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু পুরোন স্বত্তাকে হারাতে নারাজ বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্বের পাশপাশি গায়কের পরিচয়েও সবার মাঝে থাকতে চান বাবুল । তাই নিজে থেকেই প্রস্তাব নিয়ে হাজির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলের কাছে।
গাইতে চান অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের থিম সং। একদা কলকাতা-মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পীর প্রস্তাবে হাতে চাঁদ পেয়েছে ফেডারেশন। তাই ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলের নির্দেশে বুধবার অথবা বৃহস্পতিবার বাবুল সুপ্রিয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ফেডারেশনের কর্তারা। এখনও পর্যন্ত যা ঠিক আছে প্রীতমের সুরে একঝাঁক তারকা গায়কের সাথে গলা মেলাবেন একদা কলকাতা-মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পী, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ।
এর পাশপাশি বাবুল সুপ্রিয় ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলকে জানিয়েছেন গায়ক, মন্ত্রীর পাশাপাশি তিনি ভীষণ ফুটবলপ্রেমী। সময় পেলেই এখনও নেমে পড়েন প্রদর্শণী ফুটবল ম্যাচ খেলতে। তাই অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে তাকে কোনও ভাবে প্রয়োজন হলে তিনি সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম