আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে থেকে কলোরাডোর উদ্দেশ্যে যাত্রা পথে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহতের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
উড্ডয়নের পর উত্তর-পূর্বাঞ্চলীয় ফোয়েনিক্স এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চেসনা-২১০ নামের ওই বিমানটি সোমবার রাতে আরিজোনার পেইসন থেকে ১৫ মাইল উত্তরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই উদ্ধারকারী দল তল্লাশি শুরু করলে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। সূত্র: রয়টার্স
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম