আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক মন্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানের বিরোধিতায় উদ্যোক্তা ও ভারতীয় সাবেক কূটনীতিক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপার জেরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিবসেনার আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন স্বপ্না ভাবনানি।
মাত্র কয়েক মাস আগে নিজের অতীত যৌন নির্যাতনের খবর প্রকাশ্যে এনে বিতর্ক উস্কে দিয়েছিলেন ব্যতিক্রমী সেলেব হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাগনানি। পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলির অনুষ্ঠানের উপর ফতোয়া জারি এবং তারপর প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ মেহমুদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠানের উদ্যোক্তাকে হেনস্থার প্রতিবাদে ফেসবুক-এ প্রতিবাদে ফের সোচ্চার তিনি।
ফেসবুক পোস্টে শিবসেনার সাম্প্রতিক লাম্পট্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে স্বপ্না লিখেছেন, '১৯৪৭ সালের দেশ ভাগ হওয়ার পর আমার পূর্বপুরুষরা পাকিস্তান ছেড়ে ভারতে এসেছিলেন। তার ফলে আমি ও আমার ভাইয়েরা সকলেই প্রথম প্রজন্মের 'ভারতীয়' এবং 'মহারাষ্ট্রীয়' নাগরিক।
তিনি ভিলেছেন, ‘আজ যা কিছু হয়েছি, তা বহু পরিশ্রমের ফসল। আমি নিয়মিত কর দিই (গাদা গাদা) এবং লক্ষ্য করি, সেই করের অর্থ আমায় কোনও পরিষেবাই দেয় না। দেশে যা কিছু ঘটে চলেছে তা দেখে মানুষ হিসাবে আজ আমি ভীষণ লজ্জিত। যে সময় তাঁর সবচেয়ে বেশি কথা বলা দরকার, ঠিক সেই সময় আমার প্রধানমন্ত্রী মৌন। নিজেদের এহেন আচরণের জন্য আমি লজ্জিত।'
এতেই থেমে না থেকে স্বপ্নার বিস্ফোরণ, 'মেরা মুহ কালা (আমার মুখ কালো) কারণ আমি দেশের সেই অঞ্চলে বাস করি যেখানে এই নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমি জানি এই প্রতিবাদের ফলে আমি ও আমার পেশা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তবু সময় এসেছে মুখ খোলার...।' সূত্র: এই সময়
১৪ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস