আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তানবুলের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। তাদের গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ইস্তানবুলের ফাতিহ জেলায় এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে স্টার জানায়, এ গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাই। হামলার বিস্তারিত এখনও জানা যায়নি। এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে।
বুধবারের এই বন্দুকধারীদের হামলা ঘটলো এমন সময় যখন নববর্ষের রাতের একটি নাইটক্লাবে হামলার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। নববর্ষের রাতে নাইট ক্লাবে চালানো ওই ভয়াবহ হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। হামলাটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি