বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০১৭, ০৬:৫৯:১২

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রানি দ্বিতীয় এলিজাবেথ!

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রানি দ্বিতীয় এলিজাবেথ!

আন্তর্জাতিক ডেস্ক : টাইমস ডেইলি-তে প্রকাশিত একটি খবরে বেশ হইচই পড়ে গিয়েছে রানির দেশে। সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে বেশ কিছু বছর আগে রাজপ্রাসাদের এক রক্ষীর গুলি থেকে অল্পের জন্যে বেঁচে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর ইন্ডিয়া টাইমসের।

ঘুম না আসলে মাঝেমধ্যেই প্রাসাদের বাগানে একা হাঁটতে বেরোন রানি। তার বহু দিনের অভ্যাস এটি। তেমনই এক ভোর রাতে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু অন্ধকারে তাকে চিনতে না পেরে সেই সময়ের কর্তব্যরত রক্ষী তাক করেছিলেন বন্দুক। চেঁচিয়ে জিজ্ঞাসা করেছিলেন কে রয়েছেন সেই অন্ধকারে।

সেই রক্ষী পরে একটি সাক্ষাত্কারে জানান, যখন বুঝতে পারেন, অন্ধকারে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি বিব্রত হয়ে রানির সামনেই বলে ফেলেন, ‘Bloody hell, Your Majesty, I nearly shot you’! সেই রক্ষী জানান, রানির সামনে এমন ভাষা ব্যবহার করে তিনি অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন। ভেবেছিলেন কপালে দুঃখ আছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে রানি বলেন, ‘না কোনও ব্যাপার নয়। তবে পরের বার হাঁটতে বেরোনোর আগে আপনাকে জানিয়ে দেব, যাতে আমাকে শ্যুট করার অবকাশ তৈরি না হয়।’

০৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে