আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। শুরুতে বিমানবাহী যুদ্ধ জাহাজ (এয়ারক্রাফট ক্যারিয়ার) সিরিয়া ছাড়ছে। রুশ সেনাবাহিনী প্রধানকে উদ্ধৃত করে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, ভূ-মধ্যসাগরে মোতায়েন করা রুশ নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেতসভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর